সফল খামারি

খামার থেকে বছরে আয় ৩০ লাখ

শখ করে হাসঁ-মুরগি পালন করা পিংকি এখন সফল খামারি। কোনো সংস্থা কিংবা সরকারি প্রতিষ্ঠান থেকে নেননি প্রশিক্ষণ। ইউটিউব দেখে দেখে শুরু করেন খামার। তিনি বলেন, আমি চাই কেউ চাকরির পিছনে না ঘুরে, নিজের সামান্য যে পুঁজি আছে, তা দিয়ে কিছু একটা করুক। যেটা তার পছন্দ। একদিন তিনি সফল হবে ইনশাআল্লাহ।

খামার থেকে বছরে  আয় ৩০ লাখ